ঝালকাঠি সদর উপজেলার ৪নং কেওড়া ইউনিয়নের কৃতি সন্তান, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাদিসুর রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হয়েছে।
এই অপপ্রচারের জন্য স্থানীয় আওয়ামী লীগের দোসর এবং ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইম খান হীরাকে দায়ী করা হচ্ছে। অভিযোগ রয়েছে, তিনি নিজ নামে এবং বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে উদ্দেশ্যমূলকভাবে হাদিসুর রহমানের সুনাম ক্ষুণ্ন করতে এ অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ৪নং কেওড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন:
মোঃ জহিরুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক, ৪নং কেওড়া ইউনিয়ন বিএনপি
মোঃ মনির ডাকুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, ৪নং কেওড়া ইউনিয়ন বিএনপি
মোঃ বাহাদুর খান, আহবায়ক, ৪নং কেওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল
মোঃ ফরিদ দুয়ারী, সভাপতি, ৪নং কেওড়া ইউনিয়ন কৃষক দল
মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ৪নং কেওড়া ইউনিয়ন ছাত্রদল
মোঃ আলতাফ ডাকুয়া, সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি
মোঃ কাইয়ুম, সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি
বক্তারা এ ধরনের মিথ্যা প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য হুশিয়ারি উচ্চারণ করেন।